জাবেদ তালুকদার ।। নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের রামপুর গ্রামে শৈলাগর হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মরশিদ মিয়া (৫১)। তিনি রামপুর গ্রামের মৃত হাসেম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ওইদিনও তিনি শৈলাগর হাওরে মাছ ধরতে যান। বিকেলে হঠাৎ বজ্রপাত শুরু হলে হাওরের মাঝখানে থাকা অবস্থায় বজ্রপাতের শিকার হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই রিপন চন্দ্র শীল সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তত করেন।
নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, লাখাইয়ে বজ্রপাতে ৩ ব্যক্তি আহতের খবর পাওয়া গেছে। আহতরা হলেন ইসমাইল, রিদয় ও সেলিম। লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সুত্রে জানা যায় শনিবার বিকেলে ভারী বৃষ্টিপাতের সময় বজ্রপাতে লাখাই গ্রামের ফুল মিয়ার ছেলে ইসমাইল মিয়া (২৭) আব্দুল আওয়ালের ছেলে রিদয় মিয়া (২০) ও ধর্মপুর গ্রামের শামছু মিয়ার ছেলে সেলিম মিয়া (২৮) বজ্রপাতে আহত হন। স্বজনরা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।