চুনারুঘাট প্রতিনিধি ।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের পশ্চিম বড়াব্দা গ্রামের আরজু মিয়ার ৩ বছর বয়সী ছেলে নবিউর রহমান ও ৮ বছর বয়সী মেয়ে সাদিয়া আক্তার পানিতে ডুবে মারা গেছে। শনিবার দুপুরে বাড়ির পাশে একটি নালার কাছে পুকুরে পড়ে দুই ভাইবোন খেলা করার সময় পানিতে ডুবে মারা যায়। সাদিয়া ছিল  স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাসুম দুই শিশুকে হারিয়ে পিতামাতা পাগলপ্রায় হয়ে পড়েছেন।

এলাকার শেখ আরিফ জানান- দুপুর বেলা কৃষক আরজু মিয়ার মেয়ে সাদিয়া ও ছেলে নবিউর বাড়ির পাশেই বানের পানি আসা নালে খেলা করছিল। পরে গোছল করার সময় পানিতে ডুবে দুই ভাইবোন মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বাড়িতে তাদের একনজর দেখতে মানুষ ভিড় করছে।