
স্টাফ রিপোর্টার || তামাক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় জাতীয় পর্যায়ে সেরা হিসেবে বিশেষ সম্মাননা পেয়েছে হবিগঞ্জ পৌরসভা। শনিবার ৩১ মে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ দিবসের অনুষ্ঠানে এই সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম আনুষ্ঠানিকভাবে হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা ও হবিগঞ্জ পৌরসভার তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের ফোকালপার্সন মো: জাবেদ ইকবাল চৌধুরীর নিকট সম্মাননা পত্র ও ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে মোট ৯ টি ক্যাটাগরিতে তামাক নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
হবিগঞ্জ পৌরসভার তামাক নিয়ন্ত্রণের উল্লেখযোগ্য কাজগুলো ছিল পৌরসভার লাইসেন্সকৃত প্রতিটি টমটমের গায়ে তামাক বিরোধী স্লোগান প্রচার, টমটম চালকদের ধূমপান না করার শপথ করানো, পৌরকর, পানির বিল, ট্রেড লাইসেন্সের কপিতে তামাক বিরোধী স্লোগান প্রচার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তামাক বিরোধী পোস্টার, ব্যনার, লিফলেট বিতরণ, শিশুদের মাঝে তামাক বিরোধী মনোভাব তৈরীর জন্য চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন, পথশিশুদের ধুমপান ও তামাকের হাত থেকে রক্ষা করতে বিনোদন ও প্রনোদনামূলক কার্যক্রম গ্রহন।