নিজস্ব প্রতিনিধি ॥ আনুমানিক ৩০ লক্ষ মানুষের চিকিৎসা সেবার একমাত্র অবলম্বন হবিগঞ্জ মেডিকেল কলেজটির ভৌত অবকাঠামো ও স্থায়ী ক্যাম্পাস না হওয়ার জটিলতায় কলেজটি স্থানান্তরের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবী জানিয়েছে হবিগঞ্জ পৌর খেলাফত মজলিস। গতকাল বাদ এশা চৌধুরী বাজারস্থ কার্যালয়ে পৌর শাখার সভাপতি মোহাম্মদ হারুনুর রশীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ লুৎফর রহমান সেকুল এর সঞ্চালনায় প্রধান অতিথি খেলাফত মজলিসের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছারওয়ার রহমান চৌধুরী শামীম উপরোক্ত দাবি জানান।
তিনি আরও বলেন, এমনিতেই হবিগঞ্জের সরকারি চিকিৎসা সেবা অত্যন্ত নিম্নগামী। এমতাবস্থায় মেডিকেল কলেজ এর স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় হবিগঞ্জ এর জনগণের চিকিৎসার ক্ষেত্রে দুর্ভোগ চরমে। তাই স্থায়ী ক্যাম্পাস নির্মাণে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানায় পৌর খেলাফত মজলিস এবং সম্মিলিত নাগরিক সমাজের কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে সমর্থন ব্যক্ত করা হয়।
সভাপতির বক্তব্যে হারুনুর রশীদ বলেন,সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে খেলাফত মজলিসকে শক্তিশালী করার আহবান জানান।
সভায় উপস্থিত থেকে দারসে কোরআন পেশ করেন মোফাচ্ছিরে কোরআন মাওলানা মাহমুদুল হাসান কিবরিয়া। আরো উপস্থিত ছিলেন তারেক মোহাম্মদ আজিজ, মুফতি আবু হুয়ায়রা মাসুম, ইঞ্জিনিয়ার সাদেক মোহাম্মদ পলাশ, মাওলানা আজিজুর রহমান, শফিকুল ইসলাম, আ: রহিম, জিয়াউর রহমান, মো: হাবিবুল্লাহ, হুসাইন আহমেদ, মো: সোহান, আ: আজিজ, আলী আজম, জাহাঙ্গীর আলম সহ পৌর শাখার নেতৃবৃন্দ।