স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার বটেরতলা মোড় থেকে ডাকাতি মামলার পলাতক আসামি জামাল মিয়াকে (৪০) আটক করেছে র্যাব-৯। গত ১৬ ফেব্রুয়ারি রাতে তাকে আটক করা হয়। আটক জামাল বাহুবল উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র।
র্যাব জানায়, বাহুবল থানার একটি ডাকাতি মামলার পলাতক আসামি জামাল। পুলিশের গ্রেফতার এড়াতে এতোদিন সে পালিয়ে আত্মগোপনে ছিল। তাকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com