
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার চারগাঁও আব্দাপুটিয়ায় বালুভর্তি ট্রাক থেকে ৪০ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। এসব চিনি ভারত থেকে আনা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য দেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই রিপন সিংহ।
এর আগে রবিবার দিবাগত রাতে ডিবির এসআই রিপন সিংহ ও এএসআই ইকবাল এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ট্রাকসহ এসব চিনি জব্দ করে। জব্দকৃত চিনির বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। ট্রাকসহ চিনি আটক করা হলেও কৌশলে চালক ও চোরা কারবারিরা পালিয়ে গেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com