চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সাটিয়াজুরী ইউনিয়নের সিরাজনগর স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান। মোঃ আশ্রব আলীর সভাপতিত্বে ও সুলতান আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট সরকার মোঃ শহীদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আলহাজ্ব মোজাম্মেল হক তালুকদার, মোহাম্মদ নুরুল হক মেম্বার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মাহমুদুল হক সুজন, শাহজাহান মিয়া, ফরহান সরকার, জনাব আলী, আরজু মিয়া, শ্রমিক নেতা শ্যামল গোয়ালা, আল আমিন প্রমুখ।
সভায় বক্তাগণ ইউনিয়নের বাসুদেবপুর সিরাজনগর শ্রীবাড়ীর রাস্তা পাকাকরণ ও করাঙ্গী নদীর উপর ব্রীজ নির্মাণের দাবি জানান।