
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়ার গণধর্ষণ মামলার আসামি সালমান আহমেদকে (২০) আটক করেছে র্যাব-৯। শনিবার রাতে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এড়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে সালমানকে আটক করে। সে বাহুবল উপজেলার চক্রামপুর গ্রামের লোকমান মিয়ার পুত্র।
জানা যায়, গত বছরের ১২ ডিসেম্বর এক প্রতিবন্ধী নারীকে এড়ালিয়া গ্রামে এনে গণধর্ষণ করা হয়। এ মামলায় সালমান এজাহারভুক্ত আসামি। মামলা দায়েরের পর পুলিশের গ্রেফতার এড়াতে সে পালিয়ে আত্মগোপন করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com