
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মেডিকেল কলেজের ভৌত অবকাঠামো ও স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জের পক্ষ থেকে গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রভাংসু সোম মহান। স্মারকলিপিতে সম্মিলিত নাগরিক সমাজের পক্ষে স্বাক্ষর করেন আহ্বায়ক সাবেক অধ্যক্ষ মোঃ ইকরামুল ওয়াদুদ ও সদস্য সচিব ব্যকস সভাপতি মোঃ শামছুল হুদা।
স্মারকলিপিতে তাঁরা বলেন- হবিগঞ্জ জেলায় প্রায় ৩০ লক্ষ অধিবাসীর বাসস্থান এবং এই জেলার চিকিৎসা সেবার জন্য সবেধন নীলমনি একমাত্র হবিগঞ্জ জেলা সদর হাসপাতালটিই অবলম্বন। বহু সাধনা ও প্রতীক্ষার পর ২০১৭ইং সনে হবিগঞ্জে একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপন হয় এবং প্রাথমিকভাবে ৫০ জন ছাত্র ভর্তি দিয়ে মেডিকেল কলেজটির শিক্ষা কার্যাক্রমের যাত্রা শুরু হয় অস্থায়ী ক্যাম্পাস হিসাবে ২৫০ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল ভবনে। হবিগঞ্জ জেলার বাসিন্দাগণ আশায় বুক বাঁধে এবার হয়তো হবিগঞ্জের মানুষের ন্যূনতম চিকিৎসা পাওয়ার একটা সুব্যবস্থা হবে। কিন্তু তাহা দূরাশায় পরিণত হয়। ইতোমধ্যে যদিও মেডিকেল কলেজে ছাত্র ভর্তির কলেবর বৃদ্ধি পেয়েছে, কিন্তু আজ অবধি মেডিকেল কলেজের স্থায়ী কোন ক্যাম্পাস গড়ে উঠেনি, কোন অবকাঠামো নির্মাণ করা হয়নি এবং প্রয়োজনীয় সংখ্যক জনবলও নিয়োগ করা হয়নি। তাছাড়া চিকিৎসা বিজ্ঞানের মত একটি গুরুত্বপূর্ণ বিষয় অধ্যয়নের জন্য শিক্ষার্থীদের জন্য যে সকল সুযোগ সুবিধা থাকা উচিত তাও নিতান্তই অপ্রতুল। উল্লেখ্য যে, হবিগঞ্জ সদর হাসপাতালে হবিগঞ্জ জেলার বাসিন্দাদের পাশাপাশি যোগাযোগের সুব্যবস্থা ও নিকটবর্তী হওয়ায় পার্শ্ববর্তী জেলা অর্থাৎ বি-বাড়িয়া, কিশোরগঞ্জের নিকটবর্তী উপজেলাসমূহের প্রচুর রোগী হবিগঞ্জে চিকিৎসা নিতে আসেন। এখানে আরও উল্লেখ্য যে, হবিগঞ্জ জেলার অধিকাংশ রোগীকেই ন্যূনতম উন্নত চিকিৎসার প্রয়োজন হইলেই সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বা স্বল্প ব্যয়ে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সুবিধা প্রাপ্ত হতো। ফলে ২০১৭ সনে স্থাপিত মেডিকেল কলেজটির অদ্যাবধি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস স্থাপন না হওয়ায়, অবকাঠামো উন্নয়ন ও প্রয়োজনীয় জনবল নিয়োগ হয়ে মেডিকেল কলেজটি পূর্ণ উদ্যমে চালু না হওয়ায় হবিগঞ্জ জেলার সর্বসাধারণের মনে অসন্তোষ সৃষ্টি হয়েছে। তাই এই জেলার বিপুল সংখ্যক রোগীদের ন্যূনতম চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে জনস্বার্থে অনতিবিলম্বে হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস ও হাসপাতাল স্থাপন, প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ ও অবকাঠামো উন্নয়নের আশু ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জের আহ্বায়ক ইকরামুল ওয়াদুদ, সদস্য সচিব মোঃ শামছুল হুদা, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, এম এ রাজ্জাক, শফিকুল বারী আউয়াল, অ্যাডভোকেট সারোয়ার রহমান চৌধুরী শামীম, জগদীশ চন্দ্র মোদক, আলহাজ্ব মহিবুর রহমান, সাংবাদিক শোয়েব চৌধুরী, সাংবাদিক সৈয়দ এখলাছুর রহমান খোকন, মহিব উদ্দিন আহমদ সোহেল, অ্যাডভোকেট এস এম বজলুর রহমান প্রমূখ।