স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাবেক এমপি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে ৯ মার্ডার মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার সকাল ১০টায় কঠোর গোপনীয়তার মাধ্যমে পুলিশ তাকে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক মোহাম্মদ আব্দুল আলীম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের পক্ষে কোন আইনজীবী ছিলেন না।
গত সোমবার রাত সোয়া ৯টার দিকে রাজধানী ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর রাতেই তাকে হবিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মজিদ খানের বিরুদ্ধে বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বানিয়াচঙ্গে আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষে ৯ জন ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি ৯ মার্ডার মামলার ২ নাম্বার আসামী। গত বছরের ৫ আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে।