![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2025/02/001-3.jpg)
স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ প্রায় ১১ বছর পর হাইকোর্টের নির্দেশে বিচারিক আদালত থেকে নিজের পাসপোর্ট ফেরত পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এই পাসপোর্ট ফেরত দেন। এর আগে আলহাজ্ব জি কে গউছ নিজের পাসপোর্ট ফেরত চেয়ে হাইকোর্টে আবেদন।
২০১৪ সালে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছকে আসামি শ্রেণিভুক্ত করে চার্জশীট দাখিল করে সিআইডি। পরে জি কে গউছ স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেন এবং আদালতে পাসপোর্ট জমা দেন। দীর্ঘ প্রায় ১১ বছর পর হাইকোর্টের নির্দেশে গতকাল মঙ্গলবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জি কে গউছের পাসপোর্ট ফেরত দেয়ার আদেশ দেন।
প্রসঙ্গত- ২০০৫ সালের ২৭ জানুয়ারি সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডের সময় আলহাজ্ব জি কে গউছ পবিত্র হজ্বব্রত পালনে তার পিতাকে নিয়ে মক্কা শরীফে অবস্থান করছিলেন। হত্যাকান্ডের দীর্ঘ প্রায় ১০ বছর পর বিএনপি নেতা জি কে গউছকে আসামী শ্রেণিভুক্ত করে ২০১৪ সালের ১৩ নভেম্বর সিআইডি’র এসএসপি মেহেরুন নেছা ৩য় সম্পূরক চার্জশীট দাখিল করেন।