স্টাফ রিপোর্টার ॥ জাতীয় নাগরিক কমিটি হবিগঞ্জ সদর উপজেলায় ৫২ সদস্য এবং মাধবপুর উপজেলায় ১৪৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি কমিটি গঠন করেছে। এই কমিটি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক নাসির উদ্দিন পাঠুয়ারী এবং সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনের ভিত্তিতে চূড়ান্ত করা হয়। কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাশের সুপারিশক্রমে এই কমিটি গঠন করা হয় এবং তা ফেসবুকের ভেরিফাইড পেইজে প্রকাশ করা হয়েছে।
হবিগঞ্জ জেলার সংগঠক পলাশ মাহমুদ নতুন কমিটির বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা ধাপে ধাপে অন্যান্য উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন করব। নতুন কমিটির সদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে এবং জাতীয় নাগরিক কমিটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, এই প্রতিনিধি কমিটি শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি জনগণের অধিকার আদায়ের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। কমিটির সদস্যরা স্থানীয় পর্যায়ে সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়নের জন্য সক্রিয় ভূমিকা পালন করবে। পাশাপাশি সবার অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
পলাশ মাহমুদ জানান, শিগগিরই অন্যান্য উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলোও ঘোষণা করা হবে। প্রতিটি স্তরে কমিটির কার্যক্রম তদারকি করতে এবং স্থানীয় জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে নিয়মিত সভা ও কার্যক্রম পরিচালিত হবে। তিনি বলেন, উল্লিখিত কমিটি আগামী ৬০ দিনের মধ্যে তাদের কার্যক্রম শেষ করে চূড়ান্ত কমিটি প্রকাশ করবে। প্রতিটি স্তরে কাজের গতি বাড়াতে এবং জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করতে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
জাতীয় নাগরিক কমিটি হবিগঞ্জ সদর উপজেলার সদস্যরা হলেন- শাহরিয়ার শুভ, শুভ্র বিশ্বাস, শাকের আমিন, আল-আমিন, আব্দুস শহীদ সনি, রুজি আবেদীন, সানজানা তৌহিদ স্নেহা, ওয়াদুদ মাহমুদ চৌধুরী শামীম, নজরুল ইসলাম, আবু তালহা মোহাম্মদ, আলতাব আলী, উম্মে হানী ঈশা, কবি শরিফুজ্জামান তুহিন পাশা, রিপন শীল, জিতু মিয়া, নাঈম আহমেদ, মুসলে উদ্দীন চৌধুরী, শামীম মিয়া, শাওয়াল মিয়া আনসারি, আম্বিয়া খাতুন, হৃদয় এস এম, শিবলু আনসারি, এনামুল হক সোপান, তোফাজ্জল হোসেন, সাইদুল ইসলাম, সালমা আহসান, ইসলাম উদ্দীন আরিয়ান, রেজাউল হাসান রাজু, ওলিউর রহমান কাফি, মাহিন আবেদীন, সাব্বির আহমেদ, শাহিনুর ইসলাম, ইসরাত জামান, নুরুল আমিন, আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন, হাবিব চৌধুরী, ইমন মিয়া, খলিল মিয়া, মুসলিমা জান্নাত, তারেক মাহমুদ যাকী, মোছা: জাহানারা, সুলতানা আক্তার, এমাজ মিয়া, শান্ত, নজরুল ইসলাম, নেছার আহম্মদ, মো: আলী রনি জমাদার, সেলিম মিয়া, মুহাম্মদ আফতাব উদ্দিন, মাহতাব উদ্দিন, শিহাব উদ্দিন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com