স্টাফ রিপোর্টার ॥ সুস্থ জীবন ধারায় মাদক মুক্ত যুব সমাজ গঠন এবং নতুন খেলোয়াড় তৈরি করার লক্ষ্যে মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ আয়োজিত ‘নোয়াপাড়া ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) আইবি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম।
ইউপি চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, মাধবপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মোঃ মাসুম মিয়া, এমদাদুল হক মিলন, সামসুল আলম বাবলু, মোহাম্মদ উল্লাহ জামিল, টি আর রিয়াজ ও সৈয়দ মাহদি হাসান।
ফাইনাল খেলায় নোয়াপাড়া ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর দুই বারের চ্যাম্পিয়ন লিমন জুটিকে ১-২ সেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে জনি জুটি।
উল্লেখ্য, নোয়াপাড়া ইউনিয়নের ১৬টি দল নিয়ে ৩য় বারের মতো অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ১ম রাউন্ড লীগ পদ্ধতি এবং কোয়ার্টার ফাইনাল থেকে নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। নোয়াপাড়া ইউনিয়ন টুর্নামেন্টে-২০২৫ এর চ্যাম্পিয়ন দলকে ১৫ হাজার টাকা প্রাইজ মানি ও ট্রফি, রানার্সআপ দলকে ৮ হাজার টাকা প্রাইজ মানি ও ট্রফি এবং সেকেন্ড রানার্সআপ দলকে ট্রফি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম। ফাইনাল খেলা পরিচালনা করেন মোঃ আবু সায়েদ মাস্টার এবং টুর্নামেন্টটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাইফুল ইসলাম তালুকদার, সম্রাট আহমেদ, মোঃ তারেক, মোঃ তামিম, সাজ্জাদুল হাসান সাজু।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com