স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ১০নং লস্করপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামে মায়ের বসতঘর দখলের চেষ্টা করছে পুত্র এ অভিযোগ করেছেন এক অসহায় মা। গত বছরের ৩০ জুন হবিগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেন গঙ্গানগর গ্রামের মৃত তমর উদ্দিনের স্ত্রী জোবেদা খানম। তিনি লিখিত অভিযোগে তার পুত্র কামাল হাসানের বিরুদ্ধে বসতঘর দখলের অভিযোগ করেন।
অভিযোগে জোবেদা খানম উল্লেখ করেন, তার ছেলে কামাল হাসান, তার স্ত্রী দিপু আক্তার, কামালের শ^শুর দুলাল মিয়া, শাশুড়ি মিনারা খাতুন নানা বিষয়াদি নিয়ে তার সাথে শত্রুতা করে আসছেন। এমনকি তারা জোবেদা খানমের বসতবাড়ী জবর দখল করার চেষ্টায় লিপ্ত রয়েছেন। এরই ধারাবাহিকতায় উল্লেখিতরা গত বছরের ৩০ জুন বিকেলে জোবেদা খানমের বাড়ীতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তাকে মারপিট করার জন্য তারা উদ্যত হন। এসময় জোবেদা খানমের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাদের কবল থেকে তাকে রক্ষা করেন। এছাড়া তারা তাকে খুন করে ফেলারও হুমকি প্রদান করেছে বলে অভিযোগে উল্লেখ করেন জোবেদা খানম।
জোবেদা খানম বলেন- পুত্রবধূ দিপু আক্তার, তার স্বামী কামাল হাসান, দিপু আক্তারের পিতা দুলাল মিয়া বাদী হয়ে বিভিন্ন সময়ে মিথ্যা মামলা দিয়ে তাকে ও তার অন্যান্য ছেলে মেয়েকে হয়রানী করে আসছে। তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। তারা গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মানে না। তারা তার বাড়ির মূল্যবান গাছপালা কেটে নিয়ে যাচ্ছে।
হবিগঞ্জ সদর থানার এসআই শাওন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com