স্টাফ রিপোর্টার ॥ মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামের যুবলীগ নেতা মঞ্জু মিয়াকে (২৫) কারাগারে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত। গতকাল রবিবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারগারে প্রেরণের আদেশ দেন। সে বহুলা গ্রামের শাহ আলমের পুত্র।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে আদালত থেকে ২ বছরের সাজা পরোয়ানা রয়েছে। পুলিশের তাড়া খেয়ে সে আদালতে আত্মসমপর্ণ করে।