স্থানীয়দের ধারণা ১৩ মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে সতীনের সাথে ঝগড়ার জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফাতেমা
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা সদরের ৪নং ইউনিয়নের বাহুবল গ্রামে ফাতেমা বেগম নামে (২২) এক গৃহবধূর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার (১২ জানুয়ারি) দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের রাসেল মিয়ার স্ত্রী।
জানা যায়, ঘরে ফাতেমা বেগমের সতীন রয়েছে। গতকাল সকালে তার ১৩ মাস বয়সী শিশু বাচ্চাকে নিয়ে সতীন তাসলিমার সাথে ফাতেমার বাকবিতন্ডা হয়। এর পর ফাতেমা ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘ সময় পরও সে দরজা না খোলায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। তারা অনেক ডাকাডাকি করলেও ফাতেমা এতে সাড়া দেয়নি। এক পর্যায়ে তারা দেখতে পান ঘরের তীরে ফাতেমার দেহ ঝুলছে। স্বামীসহ স্থানীয় লোকজন এ দৃশ্য দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বাহুবল থানার এসআই মুকসেদ আলী লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। স্থানীয়দের ধারণা, ১৩ মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে সতীনের সাথে ঝগড়ার জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফাতেমা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com