স্টাফ রিপোর্টার ॥ দৈনিক খোয়াই’র ফটো সাংবাদিক ও ফোকাস বাংলার জেলা প্রতিনিধি রনু বিশ্বাসের মা শান্তি বিশ্বাস (৭৫) পরলোকগমণ করেছেন (ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু)। গতকাল রবিবার ভোর ৫টায় হবিগঞ্জ শহরের টাউন হল রোডস্থ বাসভবনে তিনি পরলোকগমণ করেন। শান্তি বিশ্বাস স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় এক বছর শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি ছেলে রনু বিশ্বাসসহ অনেক শুভাকাক্সক্ষী রেখে গেছেন। গতকালই সকাল ১০টায় হবিগঞ্জ পৌর মহা শ্মশানঘাটে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে নানা শ্রেণি পেশার শুভাকাক্সক্ষীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক রনু বিশ্বাসের মায়ের পরলোকগমণে দৈনিক খোয়াই সম্পাদক রোটারিয়ান শামীম আহছান ও রোটারিয়ান তানবিরুল হাসান শ্যামল গভীর শোক প্রকাশ করেছেন। তারা প্রয়াতের আত্মার শান্তি কামরা ও শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com