বাদীপক্ষে সাক্ষী দেয়ার পর আসামীপক্ষে প্রত্যয়ন প্রদান
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ভূয়া ওয়ারেন্ট সৃজন করে নিরীহ লোককে হয়রানী করার ঘটনায় দায়েরকৃত মামলায় বাদীপক্ষে সাক্ষী দেয়ার পর আসামীপক্ষে প্রত্যয়নপত্র দেয়ায় শায়েস্তাগঞ্জ থানার সাবেক এএসআই মো. কবির হোসেন এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছেন আদালত। রবিবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন এই আদেশ দেন। কবির হোসেন সুনামগঞ্জের দেলদোয়ার উপজেলার মাঠগাঁও গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে ও বর্তমানে ঢাকায় কর্মরত আছেন। হবিগঞ্জ আমলী আদালত-১ এর পেশকার এমরান হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর শিল্প এলাকায় জাল জালিয়াতি ও ভূয়া দলিল তৈরি করে নিরীহ লোকজনের সম্পদ দখল ও হয়রানী করে আসা চক্রের অন্যতম সদস্য জসিম উদ্দিন আহমেদকে ওয়ারেন্ট জালিয়াতি মামলায় ১৬ ডিসেম্বর গ্রেফতার করে র্যাব-৯। রবিবার তার আইনজীবী জামিন শুনানীকালে ওই মামলার সাক্ষী এএসআই কবির হোসেন এর একটি প্রত্যয়নপত্র দাখিল করেন। যেটিতে জসিম উদ্দিন এই ঘটনার সাথে জড়িত নয় এবং সে একজন ভাল মানুষ হিসাবে উল্লেখ করেন। কিন্তু মামলাটি তদন্ত করেছিলেন হবিগঞ্জ সদর সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান। তার নিকট ১৬১ ধারায় জবানবন্দিতে এএসআই কবির হোসেন ঘটনার স্বপক্ষে সাক্ষী দেন। বিজ্ঞ বিচারক শুনানী শেষে জসিম উদ্দিনের জামিন মঞ্জুর করেন এবং এএসআই কবির হোসেন এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার আদেশ দেন।
শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মা হোমিও হল এন্ড লাইব্রেরীর স্বত্বাধিকারী এস এম সফিকুল ইসলাম টনু নামে এক ব্যক্তিকে ভূয়া পরোয়ানা সৃজন করে পুলিশ কর্তৃক গ্রেফতার ও কারাগারে প্রেরণ করলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে আদালতে ওয়ারেন্টটি জাল প্রমাণ হওয়ায় হবিগঞ্জের সাবেক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন সফিকুল ইসলাম টনুকে জামিন দিলে তিনি হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আমল আদালত-১ এ একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে ঘটনার সাথে জড়িত ব্রাহ্মণডুরা গ্রামের মৃত কুকু মিয়ার ছেলে জসিম উদ্দিন আহমেদ, কেশবপুরের মৃত আবু আলী চৌধুরীর ওরপে মধু মাস্টারের ছেলে জামাল চৌধুরী ও সুরাবই গ্রামের ছমির আলীর ছেলে সৈয়দ ফোরকান আলীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে ২ অক্টোবর বুধবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম ওই তিনজনের বিরুদ্ধে ওয়ারেন্ট এর আদেশ প্রদান করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com