স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নাজিরপুরে পাওয়ার টিলার মেশিন চুরির ঘটনায় আওয়ামী লীগ নেতা সহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পইল গ্রামের সমেদ আলীর পুত্র কৃষক কাজল মিয়া বাদী হয়ে নাজিরপুর গ্রামের মুনঞ্জব আলীর পুত্র ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কবির মিয়া (৪৫), মজর উল্লার পুত্র স্বপন মিয়া (৪০) ও মৃত ইজাবত কুটি মিয়াকে (৪৫) আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার রাতে গুঙ্গিয়াজুরী হাওর থেকে কাজল মিয়ার একটি পাওয়ার টিলার মেশিন চুরি হয়। অনেক খোঁজাখুজির পর তিনি জানতে পারেন কবির মিয়ার বাড়িতে মেশিনটি রয়েছে। বৃহস্পতিবার পইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নিরঞ্জন দাস সহ মুরুব্বিরা কবির মিয়ার বাড়ির খড়ের নিচ থেকে মেশিনটি উদ্ধার করে ইউনিয়ন অফিসে নিয়ে যান।