স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের কাগাপাশা বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীর পাড়ের সরকারি ভূমি দখল করে দোকান নির্মাণ করেছে এলাকার প্রভাবশালীরা। দখলকৃত সরকারি ভূমিটি উদ্ধারের জন্য গত ২ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন কাগাপাশা গ্রামের আব্দুর রউফ এর ছেলে জয়নাল মিয়া।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীর পাড়ের সরকারি ভূমি দখলে নিয়ে সেখানে দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে বছরে লাখ লাখ টাকা আয় করছেন একই গ্রামের বাসিন্দা সাবেক মেম্বার সায়েদ মিয়া ও আবু বক্কর মিয়া। তারা এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। ২ বছর পূর্বে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে তাদের দখলকৃত দোকানগুলো উচ্ছেদ করেন। পরবর্তীতে তারা আবারও ওই সরকারি ভূমি দখল করে দোকান নির্মাণ করেন। অবৈধভাবে নির্মিত দোকানগুলো উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধারের জন্য জয়নাল মিয়া প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এদিকে লিখিত অভিযোগ দেয়ার পরও ভূমিটি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন উদ্যোগ লক্ষ্য করা যায়নি। এনিয়ে স্থানীয় এলাকাবাসীর মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।