স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল থেকে মিশুক গাড়ি চুরির সময় সুমন দাস (২৫) নামে এক চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, রোগী নিয়ে একটি মিশুক সদর হাসপাতালে আসে। জরুরি বিভাগের সামনে রাস্তায় মিশুকটি রেখে চালক ও যাত্রীরা ভেতরে গেলে সুমন দাস চুরি করে মিশুকটি নিয়ে যাবার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা সুমনকে আটক করেন। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com