![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/12/002-1.jpg)
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের হিলাল নগর ও তেলঘরি গ্রামের মধ্যবর্তী এলাকায় কুশিয়ারা নদী থেকে চলছে অবৈধ বালু উত্তোলন। দিন রাত ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলার কারণে হুমকির মুখে রয়েছে নদী পারের শত শত ক্ষের ফসলি জমি। এছাড়াও অবাধে বালু তোলায় ভেঙে যাচ্ছে এলাকার রাস্তা-ঘাট, বিলীন হচ্ছে ঘর বাড়ি।
জানা যায়, হিলাল নগর ও তেলঘরি গ্রামের মধ্যবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। ওই চক্রটি এলাকায় আধিপত্য বিস্তার করায় তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে আসলেও ভয়ে কেউ প্রতিবাদ করেনি। দিনের পর দিন ওই চক্রটি অবৈধভাবে বালু উত্তোলন করায় সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। এমতাবস্থায় বৃহৎ স্বার্থে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, হিলাল নগর ও তেলঘরি গ্রামের মধ্যবর্তী এলাকায় বড় ড্রেজার মেশিন বসিয়ে সেখান থেকে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। আর এতে কাজ করছেন ১৫ থেকে ২০ জন শ্রমিক। বালু উত্তোলন শেষে সেগুলো বড় নৌকায় করে মার্কুলি বাজারের পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে স্তুপ করে রাখা হচ্ছে। স্থানীয়রা জানান, প্রতিদিন ড্রেজার মেশিন দিয়ে কুশিয়ারা নদী থেকে অবাদে বালু ও মাটি উত্তোলন করায় নদীর তলদেশে সৃষ্টি হচ্ছে বিশাল গর্তের। ফলে হুমকিতে রয়েছে নদী পাড়ের ফসলি জমি। অনেক স্থানে আবার ঘর বাড়িতে ধ্বস দেখা দিয়েছে। তাই এখনই এসব বন্ধ করা জরুরি।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, নদীর তলদেশ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এখন এর প্রভাব তেমন একটা না পড়লেও পরবর্তীতে বিস্তুর প্রভাব ফেলবে বালু তোলার ঘটনা। তাই পরিবেশ প্রতিবেশ রক্ষায় সংশ্লিষ্টদের এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহন করতে হবে।