স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের দাউদনগর বাজারের আল সোহাগ হোটেল এন্ড রেস্টুরেন্টের ঝুঁকিপূর্ণ ভবন ৭ দিনের মধ্যে অপসারণের নোটিশ দিয়েছে শায়েস্তাগঞ্জ পৌর কর্তৃপক্ষ। পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস স্বাক্ষরিত এক পত্রে ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণের নির্দেশনা দেওয়া হয়।
নোটিশে বলা হয়, ২০১৬ সালের ১০ নভেম্বর ঝুঁকিপূর্ণ এই ভবনটি অপসারণের জন্য নোটিশ করা হলেও ভবন মালিক কিম্মত আলী এখন পর্যন্ত অপসারণ করেননি। এতে করে জনসাধারণের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। নোটিশ পত্রের সাত কার্যদিবসের মধ্যে ভবন অপসারণ করে লিখিতভাবে পৌর প্রশাসনকে অবগত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। অন্যথায় পৌর প্রশাসন ভবন অপসারণ করতে বাধ্য হবে।
নোটিশের বিষয়টি নিশ্চিত করেন পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোস্তফা কামাল।
উল্লেখ্য, শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজারের আল সোহাগ হোটেল এন্ড রেস্টুরেন্টের ভবনটি ২০১৬ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে অপসারণের জন্য নোটিশ দেয় পৌরসভা কর্তৃপক্ষ। এরপর দীর্ঘ ৮ বছর অতিবাহিত হলেও ভবন মালিক কিংবা পৌর কর্তৃপক্ষ কেউই ভবনটি অপসারণে উদ্যোগ গ্রহণ করেননি। সম্প্রতি ভবনের ছাদের একটি অংশ খসে পড়লে নতুন করে আতঙ্ক তৈরি হয়। এ নিয়ে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশ হলে টনক নড়ে কর্তৃপক্ষের। এরই ধারাবাহিকতায় এই নোটিশ জারি করা হয়। প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণের দাবী স্থানীয়দের।
এদিকে, ঝুঁকিপূর্ণ ভবনটিতে এখনো রেস্তোরাঁ ব্যবসা চালিয়ে যাচ্ছেন আল সোহাগ হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক আব্দুল বাছির। শুধু তাই নয়, ভবনটি অপসারণ না করতে তিনি বিভিন্ন মহলে জোর তদবির চালাচ্ছেন।