মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার আব্দুল মালেক মধু (৭৫) বৃহস্পতিবার সকালে ঢাকা সিএমএইচ হাসপাতালে অসুস্থ জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৩ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন। আছর নামাজ বাদ উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজের আগে উপজেলা নিবাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তাছাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
আব্দুল মালেক মধু’র মৃত্যুতে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্করসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।