স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আমির চাঁন কমপ্লেক্সে তুচ্ছ ঘটনার জের ধরে নাঈম আহমেদ কায়েস নামে এক ক্রেতার উপর হামলার ঘটনা ঘটেছে। ওই ক্রেতাকে মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারিরা কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নাঈম শহরের রাজনগর এলাকার শাহ আক্তারুজ্জামান এর পুত্র। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত রবিবার বিকেলে নাঈম আমির চাঁন কমপ্লেক্সে একটি কসমেটিকস এর দোকানে তার পরিচিত এক মেয়েকে নিয়ে পণ্য কিনতে গেলে ওই দোকানের কর্মচারি আল আমিন তাকে মশকরা করে (টিটকিরি দেয়)। এ নিয়ে আল আমিনের সাথে নাঈমের তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে আল আমিনের পক্ষ নিয়ে মার্কেটের কতিপয় ব্যবসায়ী ও কর্মচারি সংঘবদ্ধ হয়ে নাঈমের উপর হামলা চালায়। তাকে বেধড়ক মারপিট করা হয়। তাদের মারপিটে নাঈম গুরুতর আহত হয়। পরে তাকে আহতাবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানার ওসি আলমগীর কবির জানান, নাঈমকে মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি ধরতে পুলিশি অভিযান চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com