মাধবপুর প্রতিনিধি ॥ ৫ আগস্টের আগে রাতদিন সরকারি জায়গা থেকে মাটি বালু পাচার করতেন উপজলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদকের ভাই যুবলীগ নেতা মনির ইসলাম। মাটি বালু পাচার করে তারা কোটি টাকা কামিয়েছেন। তৎকালে সরকারি দলের প্রভাবশালী নেতা হওয়ায় তারা সরাসরি আলাকপুর, গোপালপুর মৌজা এবং সোনাই নদীর পাড় কেটে বিভিন্ন ইট ভাটায় পাচার সহ পাচার করে পরিবেশ ধ্বংস করেছেন। সরকার পতনের পর তারা কিছুদিন বালু পাচার বন্ধ রেখেছিল। কিন্তু এখন রাতকে বেছে নিয়েছেন তারা। মাধবপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান তাজুল ইসলামের প্রশ্রয়ে তার ভাই মনির সারারাত মাঝারী সাইজের ড্রাম ট্রাক ও ট্রাক্টর দিয়ে বালু মাটি পাচার করছেন। রাতের বেলা প্রশাসনের তৎপরতা না থাকায় রাতের আধারকে বেছে নিয়েছেন তিনি। সোনাই নদীর পাড় ও সরকারি জায়গা থেকে বালু মাটি নেওয়ার কারণে পরিবেশ হুমকির মধ্যে পড়েছে। মাধবপুরের সহকারি কমিশনার (ভূমি) না থাকায় তারা বালু পাচারে বেশ সুযোগ পেয়েছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ৪নং আদাঐর ইউপি চেয়ারম্যান মীর খোরশেদ আলম বলেন, প্রভাব খাটিয়ে চক্রটি সংঘবদ্ধভাবে এ ধরনের অপকর্ম করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জানান, রাতের আধারে কেউ বালু মাটি পাচার করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।