স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত রাজু মিয়ার (৫০) বাড়ি পরিদর্শন করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার রেজাউল হক খান। গতকাল শনিবার তিনি নিহতের বাড়ি যান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় পুলিশ সুপার দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন।
এর আগে গত বৃহস্পতিবার সকালে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম হাপটার হাওরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রাজু মিয়া নিহত হন।
এলাকাবাসী জানান, ওই গ্রামের রাজু মিয়ার সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের তার ভাতিজা তোতা মিয়ার ছেলে হাছন মিয়ার (৩৫) জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে রাজুর বসতভিটায় হাছন মিয়া লোকজন নিয়ে হামলা চালায়। হামলায় রাজু গুরুতর আহত হলে তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর তার অবস্থার অবণতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com