স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকা থেকে আদালতের ওয়ারেন্ট জালিয়াতি মামলায় পলাতক আসামী ফুরকান আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। একই মামলায় পলাতক জসীম উদ্দীন ও জামাল চৌধুরী নামে দুইজনকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।
শনিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থানার এসআই জাকারিয়া আহমেদের নেতৃত্বে একদল পুলিশ অলিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের হাজী ছমির আলীর ছেলে।
সূত্র জানায়, ২০২২ সালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের একটি মামলার পরোয়ানায় গ্রেফতার করা হয় অলিপুর এলাকার মা হোমিও হল এন্ড লাইব্রেরীর স্বত্ত্বাধিকারী সফিকুল ইসলাম টনু নামে এক ব্যক্তিকে। পরে হবিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার পক্ষে জামিন চাইলে ভারপ্রাপ্ত বিচারক জাকির হোসাইন খোঁজ নিয়ে জানতে পারেন ওই নাম্বারের কোন মামলা নেই বরগুনা আদালতে। সফিকুল ইসলাম টনু জামিনে মুক্তি পেয়ে শায়েস্তাগঞ্জ থানায় খবর নিয়ে জানতে পারেন তিনি গ্রেফতার হওয়ার আগে ব্রাহ্মণডোরা ইউনিয়নের জসিম, জামাল ও ফোরকান থানায় গিয়ে বরগুনা থেকে কোন ওয়ারেন্ট এসেছে কি-না তার সন্ধান করেন। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জসিমের পক্ষে কাজ না করায় তার উপর ক্ষুব্ধ হয়ে ভূয়া ওয়ারেন্ট তৈরি করেন তারা। জামাল ও ফোরকান তার সহযোগী ছিল। তারা আদালতের ভূয়া ওয়ারেন্ট তৈরি করে শফিকুল ইসলাম টনুকে গ্রেফতারও করায়। পরবর্তীতে তিনি কারামুক্ত হয়ে মামলা দায়ের করলে তদন্তে জালিয়াতি প্রমাণিত হলে আদালত ২ অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে আসামীরা পলাতক ছিলো।
উল্লেখ্য, এই মামলা তুলে নিতে বাদীকে মারপিটও করেন তারা, মারামারির মামলায়ও তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ এর সত্যতা নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com