উদ্ধারের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের হরিপুর এলাকায় মুক্তিযোদ্ধা সন্তানদের বরাদ্দ দেয়া সরকারি খাস জায়গা জোরপূর্বক দখল করে নিয়েছেন জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমনের শ^শুর ও শ্যালক। ওই জায়গা উদ্ধারের জন্য জেলা প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধার সন্তান সুজন মিয়া। লিখিত অভিযোগের তিনি উল্লেখ করেন মৌজা রামপুর, জেএল নং -১৯, খতিয়ান নং -১, এস এ দাগ নং-৯৬২, আর এস দাগ নং-৩৫০৫, মৌয়াজি ২৫ শতক, ১নং খাস খতিয়ানের ভূমিটি অভিযোগকারীসহ আরো পাঁচজন মুক্তিযোদ্ধার সন্তানরা দীর্ঘদিন ধরে পুনর্বাসনের জন্য ভোগদখল করে আসছেন। তারা উক্ত ভূমিতে বহু টাকা ব্যয় করে বালু দ্বারা ভরাট করেছেন। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী হবিগঞ্জ জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন এর শ^শুর হাবিবুর রহমান, শ্যালক তৌহিদুর রহমান অনি, বেনজির আহমেদ বাবু, আসমা বেগমসহ ৭/৮ জন ব্যক্তি উক্ত দখলকৃত ভূমি জোরপূর্বক দখল করেন। দখলকৃত ভূমিতে তারা টিনের প্রাচীর, টিনশেড গৃহ নির্মাণ তৈরি করে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়েছেন। অভিযোগকারী আরো উল্লেখ করেন ৫ আগস্ট পূর্বে জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমনের সঙ্গী হিসেবে কাজ করেছেন তৌহিদুর রহমান অনি। বর্তমানে তিনি নিজেকে ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন।
অভিযোগকারী বলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা খুবই গরিব ও অসহায়। আমাদের অন্য কোন জায়গা সম্পত্তি নেই। এ অবস্থায় তিনি জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য জেলা প্রশাসকের কাছে দাবি জানিয়েছেন। প্রশাসনের হস্তক্ষেপ ব্যতিত নালিশা ১নং খাস খতিয়ানের ভূমি থেকে তাদের উচ্ছেদ করা কারো পক্ষে সম্ভব নয়।