স্টাফ রিপোর্টার ॥ জগন্নাথপুরে আলোচিত অটোরিকশা চালক সুজিত দাস (৩০) হত্যার ঘটনায় জড়িত ৩ জনকে আটক করেছে র্যাব-৯। মঙ্গলবার দুপুরে শায়েস্তাগঞ্জ থেকে তাদের আটক করা হয়। এসময় ছিনতাই হওয়া অটোরিকশাসহ হত্যায় ব্যবহৃত একটি চাকু জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, গাড়িটি থানায় আনা হয়েছে। বিস্তারিত পড়ে জানানো হবে।
প্রসঙ্গত, গত শনিবার দিবাগত রাতে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ সেতু থেকে অটোরিকশা চালক সুজিত দাসের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। সুজিত রানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডের সদস্য ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়, ওই চালকের গাড়িটি ছিনতাই’র জন্য গলা কেটে তাকে রানীগঞ্জ সেতুতে ফেলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সোমবার রাতে সুজিতের বড় ভাই সুবাস দাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com