স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতাধীন সিলাটেক প্রকল্পের আনলকিং ফাইন্যান্সিয়াল সল্যুশন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসুচি’র এলাকা ব্যবস্থাপক আমেনা খাতুন এর সভাপতিত্বে ও ব্র্যাকের জেলা সমন্বয়ক আতাউর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে। বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাদ বিন জাহাঙ্গীর, ব্যুরো বাংলাদেশ এর এলাকা ব্যবস্থাপক আমিনুল ইসলাম, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসুচি’র জেলা ব্যবস্থাপক আসলাম হাকিম আরিফ, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক অশোক দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, উপজেলা সমবায় কর্মকর্তা হাসনা হেনা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা একেএম সাইদুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, হবিগঞ্জ সদর থানার এসআই ওয়াহেদ গাজী ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আখলাছ আহমেদ প্রিয়সহ ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন এলাকার উদ্যোক্তা ও সুধীবৃন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি সুনামগঞ্জ এর মোঃ ওবায়দুর রহমান, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি হবিগঞ্জ এর অসিত গোলজার ও আল-আমিন। সভায় সিলাটেক এর বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। সিলাটেক নারী উদ্যোক্তাদের জন্য কাজ করে, ক্ষুদ্র ঋণ এক্সপ্রেস ও উদ্যোক্ত তৈরী করে। উদ্যোক্তাদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করে থাকে। সভায় বলা হয়, আনলকিং ফাইন্যান্সিয়াল সল্যুশন্স ফর ইয়ূথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্প ২০২৩ সালের ১ অক্টোবর থেকে কাজ শুরু করে। যার মেয়াদ ২০২৬ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। এরই মধ্যে এই প্রকল্প ২য় দফায় ৫০ জনকে প্রশিক্ষণ দিয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।