সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ ইজারার মেয়াদ শেষ না হলেও খোয়াই নদী থেকে বৈধভাবে বালু উত্তোলন করায় ইজারা গ্রহীতাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত বুধবার চুনারুঘাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুবের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ জরিমানা করে। এতে বেকায়দায় পড়েন ইজারা গ্রহীতা।
ইজারা গ্রহীতা সূত্রে জানা যায়, হাইকোর্ট বিভাগে দায়েরকৃত ২৯৭২/২০১৮ ও ৪১১৭ /২০১৯ নম্বর রিট পিটিশন মামলা নিস্পওি সাপেক্ষে গত ১৪৩১ বাংলার পহেলা বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়ন এর খোয়াই নদী উবাহাটা অংশের করিমপুর, হরিপুর, উবাহাটা এলাকায় ২০ একর এরিয়া নিয়ে মোট ১ কোটি ৫৮ লাখ ১২ হাজার টাকায় কয়েকজন সমন্বয়ে ইজারা নেয়া হয়। হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় (রাজস্ব শাখা) থেকে তৎকালীন জেলা প্রশাসক ইশরাত জাহান ও জেলা বালু মহাল কমিটির সভাপতির মাধ্যমে স্থানীয় দৈনিক খোয়াই পত্রিকায় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওই ইজারা বিজ্ঞপ্তি পেয়ে খোয়াই নদীর বালু মহাল ইজারা নেওয়ার জন্য ফরম ক্রয় এবং ব্যাংকে ট্রেজারী চালানের মাধ্যমে টাকা জমা দেয়া হয় সরকারি রাজস্ব খাতে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনাধীন খোয়াই নদী থেকে বালু উত্তোলনের ইজারা পান উবাহাটা এলাকার কয়েকজন। ইজারা পাওয়ার পর তারা মাঝে মধ্যে খোয়াই নদী থেকে বালু উত্তোলন করেন। কিন্তু মহালে বালু না থাকায় তাদের কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানান ইজারা গ্রহীতারা।
এর মধ্যে খোয়াই নদীর পাড়, বাঁধ ইত্যাদি রক্ষার্থে সকল ইজারা গ্রহীতা নিজ ব্যয়ে ডাইভার্সন করে দেন। বর্তমানে খোয়াই নদী থেকে বালু উত্তোলন করতে নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের।
ইজারা গ্রহীতারা আরো জানান, জেলা প্রশাসনের ব্যবস্থাপনাধীন মহাল থেকে বিভিন্ন শর্তাবলী মতে মাঝে মধ্যে বালু উত্তোলন করা হয়। বৈধভাবে খোয়াই নদী থেকে বালু উত্তোলন করলেও গত বুধবার (৩০ অক্টোবর) দুপুরে করিমপুর এলাকায় গিয়ে ভ্রাম্যমান আদালত ইজারা গ্রহীতাকে ১ লাখ টাকা জরিমানা করে। এতে তিনি মহা বিপাকে পড়েন।