বানিয়াচংয়ে আলোচনা সভায় ইউএনও মাহবুবুর রহমান
বানিয়াচং প্রতিনিধি ॥ জাতীয় যুব দিবস উপলক্ষে বানিয়াচং উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউন উল্লাহ’র সভাপতিত্বে ও মহি উদ্দিন আগা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।
তিনি বলেন, জুলাই বিপ্লবে শহীদ ছাত্র জনতার ত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে দেশ গড়ার যুদ্ধে যুব সমাজকে ঝাঁপিয়ে পড়তে হবে। যুবকরাই পারবে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে সবার সমান অধিকার নিশ্চিত করতে। তিনি আরও বলেন, সরকারের তরফ থেকে দক্ষ যুব সমাজ প্রতিষ্ঠিত করতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। চাকুরীর পেছনে না ঘুরে এবং বিদেশগামী না হয়ে বিভিন্ন পেশা ভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি বর্তমান বিশ্বে জনপ্রিয় পেশা ফ্রিল্যান্সিংয়ে মনোনিবেশ করতে হবে আমাদের নতুন বাংলাদেশের যুব সমাজকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার মোহাম্মদ মোশাররফ হোসেন, ওসি তদন্ত আঃ রহিম, সাংবাদিক জীবন আহমেদ লিটন, জাইকার প্রতিনিধি দেলোয়ার হোসেন, উদ্যোক্ত মামুন, মেম্বার শামীমা খাতুনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ইউএনও মোঃ মাহবুবুর রহমান। পরে ৬ জন যুব ও যুব মহিলাকে ৪ লাখ টাকার ঋণের চেক প্রদান করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com