মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক মোঃ আজিজ মিয়া (৪৫) ও বাস চালক রাজু মিয়া নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাস যাত্রীসহ আরো অন্তত ৭ জন আহত হন। নিহত ট্রাক চালক মাধবপুর উপজেলার শাহজাহানপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জের নছরতপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত বাস চালক রাজু মিয়া, যাত্রী দিপালী (৩০), রুনা (২০), ইমন (২৫), আলমগীর গাজীসহ (৪১) ৭ জনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজু মিয়া মারা যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, সুনামগঞ্জগামী সাকিন পরিবহন এর একটি বাস এবং ঢাকামুখি বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাক চালক মারা যান। আহত অবস্থায় বাসের চালক ও যাত্রীসহ ৭ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক চালকের মরদেহ ও দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ী উদ্ধার করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com