স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে উপদেষ্টা দেশের পৌরসভাগুলোর বিভিন্ন সমস্যা, সমাধানের উপায় ও নাগরিক সেবা গতিশীল করার বিষয়ে দেশের বিভিন্ন পৌরসভার প্রশাসকদের সাথে জুম মিটিংয়ে আলোচনা করেন। তিনি প্রশাসকদের কথা ও পৌরসভাগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান উত্তরকুল মৌজায় পৌরসভার বর্জ্য অপসারণের প্রস্তাবিত ডাম্পিং স্টেশনের জমি বরাদ্দ পাওয়ার ব্যাপারে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। এ ছাড়াও বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত শ্রমিকদের সুবিধা বাড়িয়ে কার্যক্রমকে আরো গতিশীল করতে এবং ইমারত নির্মাণে যথাযথ নীতিমালা বাস্তবায়নের ব্যাপারে প্রস্তাবনা তুলে ধরেন। এ বিষয়গুলো লিখিত আকারে মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে বলে হবিগঞ্জ পৌরসভা সূত্র জানিয়েছে। ভিডিও কনফারেন্স চলাকালে আরো উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী দীলিপ কুমার দত্ত, মোহাম্মদ আবদুল কদ্দুছ শামীম প্রমূখ। বিজ্ঞপ্তি