স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার ৫৩ বছরে মানুষ নানা তন্ত্র মন্ত্রের স্লোগান শুনেছে। বিভিন্ন মতবাদ মতাদর্শের বাস্তবায়ন দেখেছে। কিন্তু জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। বোঝা গেল গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে কাক্সিক্ষত শান্তি সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব নয়। একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী নীতি আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বুধবার (৩০ অক্টোবর) রাতে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই সুলতান মাহমুদপুরে ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠানে এসব কথা বলেন। নবীজির আদর্শ বাস্তবায়নে নবীজির সকল আশেকে রাসুল উম্মতদেরকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।
চরমোনাই মাহফিলের নমুনায় আয়োজিত এ মাহফিলে নসীহত পেশ করেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, আমীরে হেফাজতে ইসলাম শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ. এর সুযোগ্য খলীফা মুফতি ওমর ফারুক সন্দ্বিপী, শায়খে চরমোনাই রহ. এর অন্যতম খলিফা মাওলানা আব্দুল মজিদ মোড়েলগঞ্জ, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাওলানা এছহাক মুহাম্মদ আবুল খায়ের, প্রখ্যাত মুনাজির আলেম মুফতি লুৎফুর রহমান ফরায়েজী ঢাকা, শায়খে কাতিয়া রহ. এর সুযোগ্য দৌহিত্র মুফতি মঞ্জুর রশীদ আমিনী, সিলেটের ঐতিহ্যবাহী সুলতানপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু, খলীফায়ে বর্ণভী মাওলানা আবদাল হোসেন খান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা লোকমান সাদী, মাওলানা নাসিরউদ্দীন আনসারী, মুফতি তাজুল ইসলাম, হাফেজ মুফতি মঈনুদ্দীন খান তানভীর, মাওলানা লুৎফুর রহমান চৌধুরী আজাদ, মুফতি ফখরুদ্দিন, মাওলানা সিকান্দার হুসাইন আকবরী প্রমূখ।
বাংলাদেশ মুজাহিদ কমিটি হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত মাহফিলে আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তির সুমহান কল্যাণ কামনা করা হয়।
পাশাপাশি সদ্য শুরু হওয়া মাদ্রাসা জামিয়া কারীমিয়া শামছুল উলূম এর সার্বিক সহায়তার আহবান এবং আগামী ২৭, ২৮ ও ২৯ নভেম্বরে অনুষ্ঠিতব্য চরমোনাই মাহফিলে অংশগ্রহণের জন্য সকলকে দাওয়াত প্রদান করেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com