স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন ৮জন ইউপি সদস্য। সোমবার ইউপি সদস্যরা হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়- বহরা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই দলীয় প্রভাব বিস্তার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন আলাউদ্দিন। ইউনিয়ন পরিষদের হোল্ডিং এর টাকা, ইউনিয়ন পরিষদের গাছ বিক্রির টাকা, ইউনিয়ন পরিষদের পুকুরের মাছ বিক্রির টাকা, ১% এর টাকা, ইউনিয়ন পরিষদের দোকান ঘরের ভাড়ার টাকা এবং বিভিন্ন ভূয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাৎ করে আসছেন। কোন সদস্য এর প্রতিবাদ করলে দলীয় প্রভাব দেখিয়ে তাকে থামিয়ে দেয়া হতো।
এ ব্যাপারে কয়েকবার নির্বাচিত ইউপি সদস্য ফরিদ মিয়া জানান- আমি বা আমরা এর প্রতিবাদ করলে দলীয় প্রভাব দেখিয়ে মিথ্যা মামলার ভয় দেখাতেন। তাই আমরা এতোদিন চুপ ছিলাম।
এ ব্যাপারে চেয়ারম্যান আলাউদ্দিন জানান- এগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, আর সব দোকান বিগত পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান এককালিন ভাড়া দিয়ে গেছেন।
এ ব্যাপারে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সল জানান- ইউপি সদস্যরা অভিযোগের অনুলিপি দিয়েছেন। তবে যেহেতু জেলা প্রশাসক মহোদয়ের কাছে অভিযোগ দিয়েছে, তিনিই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।