স্টাফ রিপোর্টার ॥ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। এদিকে, বিজয়া দশমীতে হবিগঞ্জ শহরে নারীরা সিঁদুর খেলার মধ্য দিনটি পালন করেছেন। সনাতনী নিয়ম অনুযায়ী, বাপের বাড়ি অর্থাৎ মর্ত্যলোক ত্যাগ করে দুর্গা ফিরে যাচ্ছেন স্বামীগৃহ কৈলাসে। সেই সনাতনী রীতি মেনে দেবী দুর্গা অর্থাৎ ঘরের উমার বিদায় নেওয়ার পালা। আবারও এক বছরের অপেক্ষা। বাংলার বুকে তাই ঘরের উমাকে বিদায় দিতে চলে নানা রীতি। তারই একটি অংশ সিঁদুর খেলা।
হিন্দু বিবাহিত নারীরা এদিন উমার কাছে একটাই প্রার্থনা করেন, তা হলো- ‘যে শাখা সিঁদুর নিয়ে তুমি যেমনভাবে আমাদের দেখে গেলে, ফিরে এসে যেন এভাবেই আমাদের দেখো’। সেই প্রার্থনায় চলেছে সিঁদুর খেলা। একই সাথে ঘরের মেয়েকে চোখের জলে বিদায় দেওয়া যায় না। তাই আসছে বছর আবার হবে, এই বার্তা নিয়েই বিসর্জনের দিকে চলেন সবাই।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com