স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আড়াইশ’ শয্যা জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মাহবুবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার বিকাল ৩টায় ঢাকার বাসায় তিনি ইন্তেকাল করেন।
তার মৃত্যুর খবর হবিগঞ্জে পৌঁছলে হাসপাতালে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তিনি দীর্ঘ ২৫ বছর যাবত হবিগঞ্জ সদর হাসপাতালে ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন এবং হাসপাতালের পাশে আম্বিয়া ভিলায় বসবাস করতেন। তিনি এর আগে সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি শিশু বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com