স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুরে পাওনা টাকা চাওয়ায় এক ব্যবসায়ী ও তার ভাইকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ওই গ্রামের মৃত আব্দুল মোতালিবের পুত্র তোফাজ্জুল ইসলাম (৪৭) ও তার ভাই সিরাজুল ইসলাম (৫৫)। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে উত্তেজ না বিরাজ করছে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের সিরাজুল ইসলাম ব্যবসা বাণিজ্য করে আসছেন। ঘটনার সময় একই গ্রামের তাবিজুল মিয়ার পুত্র রেজাউল মিয়া ওরফে রেজু মিয়ার নিকট পাওনা টাকা আনতে যান সিরাজুল ইসলাম। এ সময় ক্ষিপ্ত হয়ে রেজু মিয়া, তাবিজুল, খেজু মিয়া ও নাজমুলসহ বেশ কয়েকজন লোক তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। তাকে রক্ষায় তার ভাই এগিয়ে গেলে তাকেও কোপানো হয়। এ সময় নগদ টাকা ও টর্চ লাইট এবং মূল্যবান মালামাল নিয়ে যায় আক্রমণকারীরা। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে সুজাতপুর বাজার হয়ে সদর হাসপাতালে আসার পথে বাজারেও তাদের ওপর হামলা করা হয়।
এ সময় সুজাতপুর ফাঁড়ির পুলিশ এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। গতকালই তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।