আক্তার হোসেন আলহাদী ॥ বানিয়াচংয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সেলিম মিয়া (৩৫) নামে এক মৎস্যজীবী নিহত হয়েছেন। তিনি বানিয়াচং উপজেলার ১নং উত্তর পূর্ব ইউনিয়নের বাদাউড়ি মহল্লার জালাল মিয়ার পুত্র। ঘটনাটি ঘটেছে বানিয়াচং-হবিগঞ্জ সড়কের পাশ^বর্তী শুটকী নদীতে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৬টার দিকে শুটকী নদীতে বরজাল দিয়ে মাছ ধরছিলেন সেলিম মিয়া। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। নিহতের সঙ্গীয় জেলেরা জানান, শুটকি নদীতে বড়জাল দিয়ে প্রতিবছর মাছ ধরতেন সেলিম মিয়া। চলতি বছরও বর্ষাকালীন লিজ নিয়ে মাছ ধরার জন্য জাল ফেলছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সঙ্গীয় শ্রমিকদের রেখে বাড়িতে চলে গেলেও ভোরে জালের নিকট ফিরে আসেন। বাড়ি থেকে আসার কিছুক্ষণ পরই বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাদাউড়ি গ্রামের ব্যবসায়ী আরজ আলী জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সেলিম মিয়া। ৩ সন্তানের জনক সেলিম মিয়ার স্ত্রী বর্তমানে সন্তানসম্ভবা। বজ্রাঘাত শুধু সেলিমের উপরই পড়েনি পড়েছে পুরো পরিবারের উপরই। পরিবারটির পাশে বিত্তবানদের এগিয়ে আসা উচিত।