নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবলে বাসের চাপায় দিলিপ রাজভর (৩৫) নামে প্রাণ কোম্পানীর এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত দিলিপ উপজেলার ফয়জাবাদ চা-বাগানের সুকুমার রাজভর এর ছেলে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার মহাসড়কের বসীনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দিলীপ ওলীপুর প্রাণ কোম্পানিতে চাকুরী করতেন। দুর্গাপূজায় শ্বশুরবাড়িতে বেড়াতে মিরপুর বাজার থেকে সিএনজি’যোগে চুনারুঘাট আমু চা-বাগানের উদ্দেশ্য যাচ্ছিলেন। মিরপুর এলাকার বসীনা নামক স্থানে পৌঁছমাত্র সিলেটগামী একটি বিরতিহীন বাস সিএনজিকে চাপা দিলে দিলিপ রাজভর গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিলীপকে মৃত ঘোষণা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com