স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে হবিগঞ্জসহ দেশের ৩২৩টি পৌরসভার সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী সদস্যদের অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে উপ-সচিব মাহবুুব আলম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে হবিগঞ্জ, মাধবপুর, শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ ও চুনারুঘাট পৌরসভার সকল সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরকে অপসারণ করা হয়েছে মর্মে উল্লেখ করা হয়েছে।
এর আগে ১৯ আগস্ট পৌরসভার মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেয় সরকার। পৌরসভায় প্রশাসকের নেতৃত্বে ৭ সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তাছাড়া স্থানীয় সরকার বিভাগের পৃথক আদেশে দেশের ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছিল। তাদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়।