স্টাফ রিপোর্টার ॥ ৩টি পার্বত্য জেলা ছাড়া হবিগঞ্জসহ ৬১টি জেলা পরিষদের সদস্যদের অপসারণ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে উপ-সচিব মাহবুুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জেলা পরিষদের সদস্যদের অপসারণ করা হয়। পাশাপাশি জেলা পরিষদের কাজ চালিয়ে নেওয়ার জন্য ডিসির নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ইউনিয়ন পরিষদ ছাড়া স্থানীয় সরকারের সব জনপ্রতিনিধিদের অপসারণ করে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হল।