স্টাফ রিপোর্টার ॥ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি পেয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার ড. মোঃ রেজাউল হক খান। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন জ্যেষ্ঠ সহকারী সচিব হাবিবুল হাসান।
পুলিশ সুপার ড. মোঃ রেজাউল হল খান বিষয়টি নিশ্চিত করে বলেন, হবিগঞ্জের মানুষের সাথে আরও অনেক দিন কাটানোর ইচ্ছে ছিল। যোগদানের ২৬ দিনের মাথায়ই পদোন্নতির খবর এলো। কিন্তু ভাগ্যে যখন যা ঘটে মেনে নিতে হয়। সবাই আমার জন্য দোয়া রাখবেন।
পদোন্নতি পেলেও এখনও পদায়নের স্থান নির্ধারণ হয়নি ড. মোঃ রেজাউল হক খানের। চলতি মাসের ১ তারিখ পুলিশ সুপার হিসেবে হবিগঞ্জে যোগদান করেন তিনি।
ড. মোঃ মোঃ রেজাউল হক খান ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানে যোগদান করেন। দীর্ঘদিন তিনি সততার সাথে দায়িত্ব পালনের পর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমন করেন। সেখানেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন। পরবর্তীতে মিশন শেষে বাংলাদেশ পুলিশে যোগদান করে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি আবারো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমন করেন। মিশন শেষে রাজশাহীর পুলিশ একাডেমি সারদায় সুনামের সঙ্গে কাজ করেন। তিনি পাবনা জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।