স্টাফ রিপোর্টার ॥ জাপান সরকারের মনবুশো বৃত্তি নিয়ে সামিউল আলম রাজিব কুমামোতো বিশ্ববিদ্যালয় থেকে মেডিক্যাল সায়েন্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার গবেষণার বিষয় ছিল এইডস রোগ সৃষ্টিকারী ঐওঠ ভাইরাসের আক্রমণের ফলে মানব দেহের জিনগত প্রভাব বিশ্লেষণ। পিএইচডি ডিগ্রি অর্জন এর আগে তার গবেষণালব্ধ ফলাফল বেশ কয়েকটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশ হয়। পিএইচডি ডিগ্রি শেষে তিনি কুমামোতো বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে যোগদান করেছেন এবং সেখানে তার গবেষণাকে সামনে এগিয়ে নিয়ে যেতে কাজ করবেন তিনি।
ড. রাজিব ইতোপূর্বে যুক্তরাজ্যের স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয় থেকে ইরড়সবফরপধষ ঝপরবহপব গবেষণায় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ফার্মেসিতে সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, ড. রাজিব প্রখ্যাত ব্যাংকার শফিউল আলম এর পুত্র এবং প্রতিদিনের বাণী পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া ও ফয়জুন নাহার শিমুর একমাত্র কন্যা ডাঃ শারমিন নাহার সিঁথির স্বামী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com