স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চিড়াকান্দি এলাকায় বিএনপি নেতা লিটন আহমেদের বাসায় চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ওই বাসা থেকে স্বর্ণালংকার ও মোবাইল ফোন সহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে গেছে। বুধবার দিবাগত গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানায় একটি জিডি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে পৌরসভার ৪নং ওয়ার্ডের চিড়াকান্দি এলাকার বাসিন্দা বিএনপি নেতা লিটন আহমেদ ও তার পরিবারের লোকজন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৪ টায় ঘুম থেকে উঠে দেখেন বাসার জানালা খোলা ও জানালাতে থাকা গ্রীলও খোলা। এ সময় তারা দেখতে পান চোরেরা বাসা থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্রপত্র নিয়ে গেছে।