স্টাফ রিপোর্টার ॥ সিলেটের শামীমাবাদ কানিশাইল ব্যবসায়ী কমিটি এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল (বুধবার) দুপুরে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সিলেটের শামীমাবাদ কানিশাইল ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ রাহাত বিন কুতুব।
অপরদিকে বিকেল বেলায় নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন মাধবপুর সেনা ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ ইকবাল শুভ। ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের শামীমাবাদ কানিশাইল ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুম আহমেদ, প্রধান উদ্যোক্তা জাফর আহমদ বাবলু, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল হক, ফরহাদ রানা, অলক কুমার দে, আব্দুল আলিম, রিপন হুসাইন, নয়ন আহমদ রনি, ইয়াসিন মুল্লা, সৈয়দ মারজান আহমেদ, লন্ডন ভিউ এর প্রতিনিধি সুজন আহমেদ, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোঃ মন্তাজ মিয়া, ইউনিয়ন পরিষদ সদস্য হাজী আব্দুল কুদ্দুছ, হারিছ উদ্দিন লালু, সন্তোষ মুন্ডা, দুলাল ঘোষ, খসরু মিয়া, মোঃ ইসলাম উদ্দিন, সংরক্ষিত নারী সদস্য শ্যামলী রাণী দেব, ইটাখোলা ফাজিল মাদ্রাসার শিক্ষক সৌরভ চৌধুরী, নোয়াপাড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কমেট নায়েক, ছাত্র সমাজ প্রতিনিধি মোঃ তারেক, উজ্জ্বল চৌধুরী, মোশাররফ উদ্দিন মোশা, ফয়সল আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, নোয়াপাড়া ইউনিয়নের বন্যাদুর্গত ১২০টি পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সংরক্ষিত নারী সদস্য শ্যামলী রাণী দেব, ইটাখোলা ফাজিল মাদ্রাসার শিক্ষক সৌরভ চৌধুরী, নোয়াপাড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কমেট নায়েক, ছাত্র সমাজ প্রতিনিধি মোঃ তারেক, উজ্জ্বল চৌধুরী, মোশাররফ উদ্দিন মোশা, ফয়সল আহমেদ প্রমুখ। নোয়াপাড়া ইউনিয়নের বন্যাদুর্গত ১২০টি পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।