হবিগঞ্জ পৌরসভায় পৌর পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে পৌরসভার সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরসভার গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা হয়। হবিগঞ্জ পৌর এলাকায় অবস্থিত পৌরসভার মালিকানাধীন সকল মার্কেট সমূহের তালিকা এবং বর্তমান পরিস্থিতি লিপিবদ্ধ করার নির্দেশ দেন পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান। টাউন মডেল স্কুলের সামনে অবস্থিত পৌরসভার পুকুর এবং চন্দ্রনাথ পুকুরে পরিবেশ সম্মতভাবে প্রকল্প গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য নাগরিক সেবা প্রদানে গতিশীলতা আনতে কর্ম তৎপরতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ আবুল হাসেম, টিপু আহমেদ, আলাউদ্দিন কদ্দুছ, শফিকুর রহমান সিতু, প্রিয়াঙ্কা সরকার, খালেদা জুয়েল ও শেখ সুমা জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম। সভা পরিচালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী।
প্রসঙ্গত, হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান দায়িত্বভার গ্রহণ করার পর এটিই পৌরসভার প্রথম মাসিক সভা। বিজ্ঞপ্তি