ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ-এর সভাপতি আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী বলেন, অবিলম্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল হত্যাকা-ের বিচার করতে হবে। যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের সু-চিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রত্যেক মানুষের জান-মালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। উদ্ভূত পরিস্থিতিতে সংখ্যালঘুদের জান-মাল ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা রক্ষায় সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। গতকাল সোমবার বিকেলে ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ-এর কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী আরো বলেন, ২০১৩ ও ২০২১ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা-কর্মীদের যারা নির্মমভাবে শহীদ করেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ২০১৩ সাল থেকে অদ্যাবধি হেফাজতের নেতা-কর্মীদের উপর দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ-এর সাধারণ সম্পাদক মাওলানা আবু সালেহ সাদী, সহ-সভাপতি মাওলানা আজিজুল হক, সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম মিরপুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা লোকমান ছাদী, অর্থ সম্পাদক আলহাজ্ব মুহিব উদ্দিন আহমদ সুহেল, দফতর সম্পাদক মাওলানা সাঈদুর রহমান প্রমূখ। সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদত বরণকারী সকল শহীদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি